আকাশে অদ্ভুত মেঘ, আতঙ্কে মানুষ!!! | Strange images appear in the sky

2017-03-06 30

আফ্রিকার দেশ জাম্বিয়ার একটি শহরের আকাশে অদ্ভুত এক মেঘ নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। কিটওয়ে শহরের মুকুবা শপিং মলের ওপরে প্রথমে মানুষের ছায়ার মতো অদ্ভুত ওই মেঘ দেখা যায়। পরে ছায়াটি শহরের উত্তর থেকে দক্ষিণে সরে যেতে থাকে।